মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১

মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে সোমবার দুপুরে এনামুল চৌধুরী পক্ষের লোকজনের উপর হামলা চালিয়ে বাড়িঘরে আগুন দিয়েছে যুবলীগ নেতা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের লোকজন। এতে মহিলাসহ অন্তত পাঁচজন আহত ও পাঁচটি ঘরে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত খালেক চৌকিদারের স্ত্রী কমেলা বেগম জানান, রাস্তি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল চৌধুরীর সাথে যুবলীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হানিফ চৌকিদারের বসতঘরসহ তিনটি ঘর, আরিফ চৌকিদারের মুদি দোকানে আগুন দেয়। এসময় মিরাজ হাওলাদারের বসতঘর ভাঙচুর করা হয়।

অস্ত্রধারীদের আঘাতে মালেক হাওলাদার, পারভেজ হাওলাদার, রাজিব হাওলাদার, মিরাজ হাওলাদারের স্ত্রী খুরশিদা বেগম, শাওন হাওলাদারের স্ত্রী আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যদি ক্ষতিগ্রস্তরা আইনি সহায়তা চায়, তাহলে মামলা নেয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :