অন্তিম পথে

রবিউল সুমন
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪২
ফাইল ছবি

চলে যাচ্ছে

সে, চলে যাচ্ছে!

সুন্দরীর ঘন চাপ চাপ

অনুলোমের মত পেলব নয়নভোলানো

সবুজ ঘাসের দিকে চলে যাচ্ছে!

মেঘ করেছে?

তবুও চলে যাচ্ছে!

শরীর ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে

গাওয়ালি কাশ্মীরি মেয়ের মত

খিল খিল করে হাসতে হাসতে

চলে যাচ্ছে।

গাছের ছায়ায় নদীর দু-পাড়ের মাঝের নরম ঘাসের দিকে চলে যাচ্ছে।

মেঘলা আকাশ

তবুও চলে যাচ্ছে!

বয়ে যাওয়া বহুধা বিস্তৃত অগভীর

চপল অথচ সংযমী নদীর মত করে

চলে যাচ্ছে।

চলে যাচ্ছে তবুও সে চলে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :