ঢাবির ‘চ’ ইউনিটে উত্তীর্ণ ১৫৫২ জন

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির চ-ইউনিটের ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান) ফলাফল সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সন্ধ্যা সাতটায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তিচ্ছু মোট ১৩ হাজার ৪৭৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১ হাজার ৭৪ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে যুগ্ম অবস্থান থাকায় মোট এক হাজার ৫৫২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অংকন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। চ-ইউনিটের অংকন পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :