পাঁচ দিন ধরে পানি নেই ঈশ্বরগঞ্জ হাসপাতালে

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১

পাঁচ দিন ধরে পানি নেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। খাওয়ার পানি ও সৌচকার্যের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। পানি সরবরাহ চালুর বিষয়ে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে হাসপাতালের পানির একমাত্র পাম্পটি বিকল হয়ে পড়ে। ফলে হাসপাতালের রোগীসহ আবাসিক কোয়ার্টারে থাকা ২০টি পরিবার পড়েছেন চরম বিপাকে। এদিকে প্রচণ্ড গরমে দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া।

সোমবার দুপুর ১টা পর্যন্ত ৫০ শয্যার হাসপাতালে ৫৯ জন রোগী ভর্তি হন। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১৩ জন, ডায়রিয়ায় আক্রান্ত চারজন রোগী ছিল।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল খালেক বলেন, পাম্পটি মেরামত করে পানি সরবরাহ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :