রাজনীতি নয় রোহিঙ্গাদের পাশে দাঁড়ান: এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০২ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০০

রোহিঙ্গা ইস্যু নিয়ে নিজেদের মধ্যে রাজনীতি না করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দুপুরে রাজধানীর গুলশনের একটি কনভেনশন সেন্টারে জাপা মহানগর উত্তর কর্তৃক আযোজিত ঈদ পুনর্মিলনী অনু্ষ্ঠানে এ কথা বলেন সাবেক রাষ্ট্রপতি।

এরশাদ বলেন, ‘রোহিঙ্গাদের ওপর কী বর্বর নির্যাতন হচ্ছে, তাদের চোখ না দেখলে বুঝা যাবে না। মানুষের ওপর মানুষ এভাবে অত্যাচার পারে ভাবতেই শরীর শিউরে ওঠে। ওদের অপরাধ কি ওরা মুসলমান?’

এরশাদ বলেন, ‘আসুন, আমরা রাজনীতিকে বাইরে রেখে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। যেভাবে আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশে আছেন। তিনি বিপদের সময় তাদের আশ্রয় দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বিত্তশালীরাও তাদের পাশে এস দাঁড়াতে পারেন।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে রাজনীতি থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। দেশ ও জাতির স্বার্থে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

দে‌শের রাজ‌নৈ‌তিক অবস্হা ঘোলা‌টে বলে মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, আগামী নিবার্চ‌নে সুষ্ঠু কর‌তে য‌দি কেউ বাধার সৃ‌ষ্টি ক‌রে সেখা‌নেই আমা‌দের প্র‌তি‌রোধ ও সন্ত্রাসী‌কে প্র‌তিহ‌তো কর‌তে হ‌বে। যার সাংগঠ‌নিক শ‌ক্তি আছে, জনসমার্থন আছে তার জন্য রাজনী‌তি। মানু‌ষের ভো‌টের আস্হা ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে, সমার্থন অর্জন কর‌তে হ‌বে।’

প্রে‌সি‌ডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপ‌তি এস এম ফয়সাল চিশতীর সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য দেন জাতীয় পা‌র্টির কো‌-চেয়ারম্যান জি এম কা‌দের, প‌া‌র্টির মহাস‌চিব এ বি এম রুহুল আমিন হাওলাদার,‌ প্রে‌সি‌ডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহ‌ম্মেদ বাবলু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এএকে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :