ইতালির ফিরেন্সে কনস্যুলার সেবা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৫

ইতালির ফিরেন্সে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করেছে রোমস্থ বাংলাদেশ দূতাবাস। শনিবার ও রবিবার স্থানীয় পরতা নভা হল রুমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনস্যুলার সেবায় দুই দিনে প্রায় ৪৩০ জনকে কনস্যুলার সেবা দেয়া হয়েছে।

এই সময় ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতসহ রোম কন্সুলারদের একটি বিশাল টিমের সহযোগিতায় এই সেবা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় ছিলেন ফিরেন্স বাংলাদেশ সমিতির কাযকারী পরিষদের সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি ইউছুফ আলী, সেক্রেটারি নূরুল আলম, অর্থ সম্পাদক আব্দুল হক, ফিরেন্স বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ, ফিরেন্সে বাংলাদেশের নিযুক্ত কনস্যুলার জরজা গানাতা প্রমুখ।

রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার সবাইকে বিভিন্ন বিষয় মতামতসহ সুন্দর পরামর্শ দেন এবং কনস্যুলার সেবার সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :