বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৭ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪২

আগামী ৩ নভেম্বর সিলেট সিক্সারস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। প্রথমবারের মতো বিপিএলের খেলা মঞ্চস্থ হচ্ছে সিলেটে। অপর দুই ভেন্যু ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় আসরের ফাইনাল।

সিলেটে ৮টি আর ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে। সিলেট পর্ব শেষে ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকায় গড়াবে বিপিএল। ঢাকায় মোট ১৬টি ম্যাচ আয়োজনের পর ২৪ নভেম্বর থেকে খেলা হবে আসরের তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। সেখানে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী গ্রুপ পর্যায়ে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। শুক্রবার ছাড়া প্রতিদিনের প্রথম ম্যাচটি চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫.২০ পর্যন্ত। এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে ১০.২০টা। সাপ্তাহিক ছুটি শুক্রবারগুলোতে প্রথম ম্যাচটি ২.৩০টায় শুরু হয়ে শেষ হবে ৫.৫০টায়। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭.১৫ টা থেকে ১০.৩৫টা পর্যন্ত মাঠে গড়াবে।

একনজরে চূড়ান্ত সূচি:

তারিখ

ম্যাচ নম্বর

মুখোমুখি

সময়

ভেন্যু

নভেম্বর ৩

সিলেট বনাম ঢাকা

দুপুর ২.৩০

সিলেট

রাজশাহী বনাম রংপুর

সন্ধ্যা ৭.১৫

নভেম্বর ৪

সিলেট বনাম কুমিল্লা

দুপুর ২টা

খুলনা বনাম ঢাকা

সন্ধ্যা ৭টা

নভেম্বর ৬

চিটাগং বনাম কুমিল্লা

দুপুর ২টা

সিলেট বনাম রাজশাহী

সন্ধ্যা ৭টা

নভেম্বর ৭

রংপুর বনাম চিটাগং

দুপুর ২টা

সিলেট বনাম খুলনা

সন্ধ্যা ৭টা

নভেম্বর ১০

রংপুর বনাম রাজশাহী

দুপুর ২.৩০

ঢাকা

১০

ঢাকা বনাম সিলেট

সন্ধ্যা ৭.১৫

নভেম্বর ১১

১১

চিটাগং বনাম খুলনা

দুপুর ২টা

১২

রাজশাহী বনাম কুমিল্লা

সন্ধ্যা ৭টা

নভেম্বর ১৩

১৩

ঢাকা বনাম খুলনা

দুপুর ২টা

১৪

কুমিল্লা বনাম চিটাগং

সন্ধ্যা ৭টা

নভেম্বর ১৪

১৫

খুলনা বনাম সিলেট

দুপুর ২টা

১৬

ঢাকা বনাম চিটাগং

সন্ধ্যা ৭টা

নভেম্বর ১৭

১৭

রাজশাহী বনাম সিলেট

দুপুর ২.৩০

১৮

খুলনা বনাম চিটাগং

সন্ধ্যা ৭.১৫

নভেম্বর ১৮

১৯

ঢাকা বনাম রাজশাহী

দুপুর ২টা

২০

রংপুর বনাম কুমিল্লা

সন্ধ্যা ৭টা

নভেম্বর ২০

২১

ঢাকা বনাম কুমিল্লা

দুপুর ২টা

২২

সিলেট বনাম রংপুর

সন্ধ্যা ৭টা

নভেম্বর ২১

২৩

রাজশাহী বনাম খুলনা

দুপুর ২টা

২৪

ঢাকা বনাম রংপুর

সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৪

২৫

খুলনা বনাম রংপুর

দুপুর ২.৩০

চট্টগ্রাম

২৬

চিটাগং বনাম সিলেট

সন্ধ্যা ৭.১৫

নভেম্বর ২৫

২৭

কুমিল্লা বনাম রাজশাহী

দুপুর ২টা

২৮

চিটাগং বনাম রংপুর

সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৭

২৯

চিটাগং বনাম ঢাকা

দুপুর ২টা

৩০

খুলনা বনাম রাজশাহী

সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৮

৩১

রংপুর বনাম সিলেট

দুপুর ২টা

৩২

খুলনা বনাম কুমিল্লা

সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৯

৩৩

চিটাগং বনাম রাজশাহী

দুপুর ২টা

৩৪

কুমিল্লা বনাম ঢাকা

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ২

৩৫

কুমিল্লা বনাম রংপুর

দুপুর ২টা

ঢাকা

৩৬

ঢাকা বনাম রাজশাহী

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ৩

৩৭

সিলেট বনাম চিটাগং

দুপুর ২টা

৩৮

রংপুর বনাম খুলনা

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ৫

৩৯

কুমিল্লা বনাম খুলনা

দুপুর ২টা

৪০

রাজশাহী বনাম চিটাগং

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ৬

৪১

ঢাকা বনাম রংপুর

দুপুর ২টা

৪২

কুমিল্লা বনাম সিলেট

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ৮

৪৩

এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল)

দুপুর ২.৩০

৪৪

প্রথম কোয়ালিফায়ার (পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল)

সন্ধ্যা ৭.১৫

ডিসেম্বর ১০

৪৫

দ্বিতীয় কোয়ালিফায়ার (৪৩ নম্বর ম্যাচে জয়ী দল ও ৪৪ নম্বর ম্যাচে পরাজিত দল)

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ১২

৪৬

ফাইনাল (৪৪ ও ৪৫ নম্বর ম্যাচে জয়ী দল)

সন্ধ্যা ৭টা

ডিসেম্বর ১৩

ফাইনালের জন্য রিজার্ভ ডে

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :