সাভারে সিআরপি পরিদর্শনে বিট্রিশ এমপি রুশনারা

সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৬ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৬

সাভারের আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপির) মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের ট্রেনিং পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী এমপি।

মঙ্গলবার সকালে সিআরপিতে তাকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।

এ সময় বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী বলেন, সিআরপি একটি সেবামূলক সংস্থা। তাই ব্রিটিশ সরকার সিআরপির পাশে থাকবে।

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ব্যাপারে তিনি বলেন, রানা প্লাজার বেঁচে যাওয়া এক শ্রমিকের সঙ্গে আমি কথা বলেছি। আমি মনে করি এটা কোনো দুর্ঘটনা ছিল না। এটাকে প্রতিরোধ করা সম্ভব ছিল।

রানা প্লাজা ধসের পর শ্রমিকদের জন্য কারখানার পরিবেশ উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নেয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, ‘আমি ইতোপূর্বে সিআরপি পরিদর্শন করেছি। আমি তাদের কার্যক্রম দেখে অনেক খুশি। আমাদের যুক্তরাজ্যের সংস্থা ডিফিট থেকে সিআরপিকে সহায়তা করা হচ্ছে।’

পরিদর্শন শেষে ব্রিটিশ রুশনারা আলী ও হাইকমিশনার সিআরপিতে দুটি পাহাড়ি কাঞ্চন ফুলের গাছের চারা রোপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের কান্ট্রি ডিরেক্টর শপ্না ভৌমিকসহ আরো অনেকে।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :