গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, কারখানা ছুটি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৭ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদাত্তি এলাকায় হা-মীম ডিজাইন লিমিটেড নামক একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় মঙ্গলবার জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান জানান, সোমবার কারখানার এক শ্রমিক মারা গেলে তার আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার কারখানার ভেতরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের কারখানার ভেতরের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, হা-মীম ডিজাইন লিমিটেড কারখানার ৫৪জন শ্রমিক মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আবার অনেকেই ভর্তি রয়েছে। তারা গণমনস্তাত্বিক রোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :