রানা প্লাজার ট্রাজেডি প্রতিরোধ সম্ভব ছিল: রুশনারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৮

সাভারের রানা প্লাজার ট্রাজেডি প্রতিরোধ করা সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যিক দূত রুশনারা আলী।

আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি ) মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের ট্রেনিং পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

সিআরপিতে তাকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।

পরিদর্শন কালে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ব্যাপারে রুশনারা আলী বলেন, রানা প্লাজার বেঁচে যাওয়া এক শ্রমিকের সাথে আমি কথা বলেছি। আমি মনে করি এটা কোনো দুর্ঘটনা ছিলো না। এটাকে প্রতিরোধ করা সম্ভব ছিলো। তবে পরবর্তীতে বর্তমান সরকার শ্রমিকদের জন্য কারখানার পরিবেশ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় সিআরপির কার্যক্রম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশি বংশোদ্ভুদ ব্রিটিশ লেবার পার্টির এ এমপি।

তিনি বলেন, সিআরপি একটি সেবামূলক সংস্থা। তাই ব্রিটিশ সরকার সিআরপির পাশে থাকবে।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, আমি ইতিপূর্বে সিআরপি পরিদর্শন করেছি। আমি তাদের কার্যক্রম দেখে অনেক খুশি। আমাদের যুক্তরাজ্যের সংস্থা ডিফিট থেকে সিআরপিকে সহয়তা করা হচ্ছে।

পরিদর্শন শেষে এসময় ব্রিটিশ এমপি ও হাইকমিশনার সিআরপিতে দুটি পাহাড়ি কাঞ্চন ফুলের গাছের চারা রোপন করেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের কান্ট্রি ডিরেক্টর শপ্না ভৌমিকসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আইআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :