আগামী বছর গ্রাহক পর্যায়ে এলএনজি সরবরাহের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝিতে গ্রাহক পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এর জন্য প্রয়োজনীয় মেশিন কেনা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা ভবনে এলএনজি আমদানিতে সিঙ্গাপুরের একটি কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন্

পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও গনভার সিঙ্গাপুরে এলএনজি বিষয়ক প্রধান লুইস স্পিলিভেলড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

আগামী বছরের মাঝামাঝিতে গ্রাহক পর্যায়ে এলএনজি সরবরাহের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এর আগে চারটি দেশ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এলএনজি আমদানি চুক্তি করে পেট্রোবাংলা।

চুক্তি সই অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, ‘প্রাইভেট সেক্টরসহ সবক্ষেত্রে নিরবিচ্ছন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানে এলএনজির ব্যবহার করা হবে। এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজও চলছে।’

আগামী এপ্রিলে থেকে গ্রাহক পর্যায়ে এলএনজি সরবরাহ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুরের এই কোম্পানিও বেশ অভিজ্ঞ। আশা করছি তারা অতি দ্রুত গ্যাস সরবরাহের জন্য চূড়ান্ত চুক্তি করবে।’

সাত বছরে ধরে বিশ্বের বিভিন্ন দেশে এলএনজির ব্যবসা করছে গনভার সিঙ্গাপুর। বাংলাদেশে সম্প্রতি গ্যাসের সংকট দেখা দিয়েছে। এক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্যাস সরবরাহ করা হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :