‘একাত্তরে ইন্দিরা, সতেরোতে শেখ হাসিনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘১৯৭১ সালে কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয় দিয়ে ভারতের তৎকালীন নেত্রী ইন্দিরা গান্ধী বিশ্বনন্দিত নেত্রী হয়েছিলেন। আর ২০১৭ সালে মিয়ানমারের লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে মানবতাবাদী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর পরাস্ত হয়েছেন নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচি।’

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ ৭৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা প্রমাণ করেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘নোবেল লরিয়েট নয়, দরকার নোবেল ওয়ার্কার।’ এ কারণে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছে ব্রিটিশ মিডিয়া। অপরদিকে শান্তিতে নোবেল জয়ী অং সান সূচি প্রমাণ করেছেন যে, তিনি মানুষ হত্যার মহানায়ক। আর আমাদের দেশের নোবেলজয়ী ড. ইউনূস প্রমাণ করেছেন, দেশের কোনো সমস্যায় কোনোদিন তাকে পাওয়া যাবে না। দেশে বন্যার্তদের জন্য এক টাকা না দিলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে কোটি কোটি ডলার দিয়ে আসেন ড. ইউনূস।’

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ‘আজকে চীন, রাশিয়া, ভারতের মতো দেশের বিরোধিতা সত্ত্বেও শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া সরকারের ব্যর্থতার কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা আজ মিয়ানমারের নাগরিকত্ব থেকে বঞ্চিত। কারণ, সৌদি আরবের সাহায্য লাভের আশায় ১৯৭৮ সালে রোহিঙ্গাদের জন্য প্রথম সীমান্ত খুলে দেন জিয়াউর রহমান। এরপর খালেদা জিয়া ১৯৯২ ও ২০০৪ সালে সেই ধারা অব্যাহত রাখেন।’

ওমর ফারুক বলেন, ‘জিয়াউর রহমান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন পর্যন্ত গঠন করে দেন রোহিঙ্গাদের জন্য। বাংলাদেশের পাহাড়ি এলাকায় একসময় এই রোহিঙ্গারা অস্ত্র প্রশিক্ষণও নিতেন।’

এর আগে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সম্মেলন শেষে নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত করে ৭৫ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মনির হোসেন মোল্লা, সহসভাপতি পদে আমজাদ হোসেন, মো. জুয়েল, সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মোমেনকে নির্বাচিত করা হয়।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :