‘অবৈধ পথে রেমিট্যান্স রোধে এজেন্ট ব্যাংকিং বাড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৫ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৭

রেমিট্যান্স বিতরণে সময়সীমা কমিয়ে আনা হলেও অবৈধ পথে ব্যাংক বহির্ভূত চ্যানেল) রেমিট্যান্স আসার প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেছেন, এই প্রবণতা রোধ করতে প্রযুক্তির উন্নতি ও এজেন্ট ব্যাংকিং বাড়াতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৬’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন।

গভর্নর অবৈধ পথে যারা টাকা পাঠাতে সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান।

পুরস্কারপ্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী তফসিলি ব্যাংকেগুলো হলো ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড।

ফজলে কবির বলেন, ‘রেমিট্যান্সের টাকা বিতরণের সময়সীমা কমিয়ে দুই কার‌্যদিবসে আনা হয়েছে। তবে অবৈধভাবে আরও দ্রুত সময়ে টাকা পাঠানো হচ্ছে। তাই আমাদের প্রযুক্তির উন্নতি করতে হবে আরো। এজেন্ট ব্যাংকিং বাড়াতে হবে।’

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহ করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশ বিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান গভর্নর। বিদেশি এক্সচেঞ্জ হাউজের সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলোর টাকা পাঠানো নীতিমালা সহজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি ব্যাংকগুলোকে বিদেশে এক্সচেঞ্জ হাউজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। বর্তমানে ২৯টি এক্সচেঞ্জ হাউজ আছে বিদেশে।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের বিজার্ভ বর্তমানে ৩৩ বিলিয়ন ডলার। বর্তমানে রেমিট্যান্সের অত্যন্ত মূল্যবান অংশ আমাদের প্রবাসীদের মাধ্যমে আসে। গত দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিট্যান্স আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিমাণ হিসেবে ২ দশমিক ৫ মিলিয়ন ডলারের বেশি।’ এই প্রবণতা ধরে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ফজলে কবির বলেন, ‘যদিও গত দুই মাসে আমদানি বৃদ্ধি পেয়েছে ৪৭ শতাংশ (গত বছরের জুলাই-আগস্ট থেকে), তার পরও আমরা রিজার্ভে স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি। এর অন্যতম কারণ প্রবাসীদের অর্থ পাঠানো।’ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে প্রবাসীদের মধ্যে প্রচার চালানোর জন্য পুরস্কার পাওয়া উপস্থিত প্রবাসীদের প্রতি আহ্বান জানান গভর্নর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়ছে। এখন প্রবৃদ্ধি সব দিক দিয়েই ইতিবাচক। আশা করছি আগামীতে এই প্রবৃদ্ধি আরো বাড়বে।’

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান এবং ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে এবার ২৬ প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তা ও এমডিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :