রুয়েটে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতা আহত

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২০

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলে ককটেল বিস্ফোরণে রাকিব আহমেদ নামে ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলের ৩০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওই কক্ষ থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করে পুলিশ।

বিস্ফোরণে আহত রাকিব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের দ্বিতীয় বর্ষের (১৫ সিরিজ) শিক্ষার্থী ও রুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হল সূত্র জানায়, ওই কক্ষে বিগত সময়ে থাকা ছাত্রলীগের নেতারা ককটিলটি ফেলে গিয়েছিলেন। কক্ষে নতুন বরাদ্দ পেয়ে ওঠা ছাত্রলীগ নেতা রাকিব কক্ষ পরিস্কার করতে গিয়ে অসাবধানতাবশত ককটেলটির বিস্ফোরণ ঘটান। প্রথমে বিষয়টি গোপন করার চেষ্টা করে ছাত্রলীগ। তবে পরে জানাজানি হলে ছাত্রলীগ দাবি করে- ‘দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে ছাত্রলীগের ওই নেতা আহত হয়েছেন।’

শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রাকিব শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। কয়েকদিন আগে নিজ কক্ষ থেকে বদলি হয়ে ৩০৫ নম্বর কক্ষে ওঠেন তিনি। বিকেলে কক্ষ পরিস্কার করতে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো টিনের কৌটা দেখতে পান রাকিব। সেটায় কি আছে দেখার জন্য চাপ দিতেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে আহত রাকিবের সঙ্গে থাকা রুয়েটের সহকারী ছাত্র কল্যাণ উপদেষ্টা সিদ্ধার্থ শংকর সাহা বলেন, ‘ওর হাতে ককটেল বিস্ফোরিত হয়ে স্পিøন্টার ঢুকেছে। হাতে গুরুতর জখম হয়েছে। তবে চিকিৎসক বলেছেন রাকিব শঙ্কামুক্ত।’

রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড় বলেন, ‘ঘটনাটি এখনও বিস্তারিত জানা যায়নি। খোঁজ-খবর নিয়ে তবে জানাতে পারব। শুধু শুনেছি- রাকিব নামে আমাদের একজন সহ-সম্পাদক আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’

জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শহীদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘হলের অভ্যন্তরে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটায় বিষয়টি সাথে সাথেই প্রশাসনকে জানিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে মাত্র যাচ্ছি। পুরো বিষয়টি জানি না। হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় একটি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে। হলের শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন- ঘরের ময়লা পরিস্কারের সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :