বিএনপি-আ.লীগের সঙ্গে সংলাপ ১৫ ও ১৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৫

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপসূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ঢাকাটাইমসকে বলেন, জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর, বিএনপির সঙ্গে ১৫ অক্টোবর ও আওয়ামী লীগের সঙ্গে ১৮ অক্টোবর সংলাপে বসবে নির্বাচন কমিশন।

নিবন্ধিত ৪০টি দলের সঙ্গে ১৯ অক্টোবরের মধ্যে এবং নারী নেত্রী, পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে অক্টোবরের মধ্যে সংলাপ শেষ করা হবে বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন।

গত ৩১ জুলাই সুশীল সমাজ, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের পর ২৪ অগাস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে ইসি।

এ পর্যন্ত ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে গণফ্রন্ট এবং বিকেল গণফোরামের সঙ্গে সংলাপে বসবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হবে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :