মেসির ৩০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৭ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫২

দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে মৌসুমটা যেভাবে শুরু করেছেন লিও, এভাবে চলতে থাকলে পেছনের সব রেকর্ড হবে চূর্ণ। গেল রাতে লা লিগায় মেসির চার আর পাওলিনহো-দেনিস সুয়ারেজ মিলে জোড়া গোলে এইবারকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভালভার্দের ছাত্ররা। চার গোলের সুবাদে নয়া রেকর্ডে নাম লেখালেন মেসি। বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলে ন্যু ক্যাম্পে ৩০০ গোল পূর্ণ করলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। অদ্যাবধি বার্সেলোনার জার্সিতে ৫৯১ ম্যাচে মোট ৫১৯ গোল করেছেন মেসি।

এদিন ম্যাচের ৬২ মিনিটে দলের পঞ্চম আর নিজের হ্যাটট্রিক উদযাপন করেন মেসি। স্পেনের শীর্ষ লিগে এটি তার ২৮তম হ্যাটট্রিক। গত সপ্তাহে একই মঞ্চে এসপানিওলকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বার্সা। ওই ম্যাচেও তিন গোল করেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৯তম আর জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৪৩তম হ্যাটট্রিকের মালিক এখন মেসি। তবে মেসির চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৩২টি হ্যাটট্রিক নিয়ে নাম্বার ওয়ান সিআর সেভেন।

চলমান মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করে তালিকার শীর্ষে আছেন মেসি। বার্সার জার্সিতে এমন শুভসূচনা আগে কখনো হয়নি তার। ২০১১/২০১২ মৌসুমে লা লিগার প্রথম পাঁচ ম্যাচে আট গোল করেছিলেন মেসি। এবার সেই রেকর্ড ভাঙলেন তিনি। সব মিলিয়ে মৌসুমে মেসির ১৬ গোল।

মেসির দল বার্সাও আছে শীর্ষে। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একে বার্সা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ভালেন্সিয়া রয়েছে তালিকার তিনে। পাঁচ ম্যাচে ভ্যালেন্সিয়ার অর্জন ৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও ৯। আর বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের জায়গা হয়েছে শেষ পাঁচে। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে রোনালদোরা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :