হৃতিকের হাত ধরে এলো বিশেষ মি ব্যান্ড

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৫

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির মি ব্যান্ড সারা পৃথিবীতে জনপ্রিয়তা পেয়েছে। আকর্ষণীয় ডিজাইনে তৈরি ডিভাইসটির দাম হাতের নাগালেই। এতে ফিটনেস ট্রেকিংয়ের প্রায় সকল সুবিধাই রয়েছে। দুইটি মডেলে ডিভাইসটি পাওয়া যায়। সর্বশেষ মডেলটি হলো মি ব্যান্ড টু। এবার এই মি ব্যান্ড টুর বিশেষ এডিশন ভারতের বাজারে এলো। মডেল মি ব্যান্ড এইচআরএক্স এডিশন। শাওমির সঙ্গে যৌথভাবে এটি বাজারে এনেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রতিষ্ঠান এইচআরএক্স।

নতুন ব্যান্ডটিতে আগের ব্যান্ড দুইটির তুলনার উন্নত অ্যালগারিদম ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর ডিজাইনেও বৈচিত্র্য আনা হয়েছে। নতুন ভার্সনের ব্যাটারি লাইফও আগের ভার্সনের চেয়ে বেশি।

শাওমি দাবি করছে মি ব্যান্ড এইচআরএক্স এডিশনের ব্যাটারি লাইফ হবে ২৩ দিনের। যা আগের ভার্সনের চেয়ে ১০ শতাংশ বেশি।

ডিভাইসটিতে আছে ০.৪২ ইঞ্চির ওলিড ডিসপ্লে। এতে স্ক্র্যাচরেসিসট্যান্ট গ্লাস ব্যবহার করা হয়েছে। এতে আছে পেডোমিটার। যা ফিটনেস এবং ঘুমের পরিমান পরিমাপ করবে।

নতুন ব্যান্ডটি আইপি৬৭ সনদপ্রাপ্ত। অর্থাৎ এটি ধুলোবালি ও পানিরোধী। কানেকটিভিটির জন্য এতে ব্লুটুথ ৪.০ ব্যবহার করা হয়েছে। ৭ গ্রাম ওজনের ডিভাইসটি পাওয়া যাবে রাবার স্ট্রাইপে।

ভারতের বাজারে ব্যান্ডটির মূল্য ২০ ডলার।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :