জেডটিইর ‘বেজেল-লেস ওয়ান্ডার’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪২

স্মার্টফোনের বাজারে বেজেল-লেস ডিসপ্লের চলন বেড়েছে। খ্যাতনামা হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেজেললেস ডিসপ্লে তৈরি করে ক্রেতা টানতে চাইছে। চীনের জেডটিইও চাইলে বেজেল-লেস ডিসপ্লের ফোন তৈরি করে ক্রেতা ধরতে। এরই ধারাবাহিকায় জেডটিইর সাব-ব্র্যান্ড নুবিয়া আনছে বেজেল-লেস ওয়ান্ডার।

ফোনটির মডেল এনএক্স৫৯৫জে। ফোনটির টপ ও বটমের বেজেলের আয়তন ৩ মিলিমিটার। এই ফোনটিতে ৫.৭৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে। ফোনটির সাইড বেজেলও খুবই অল্প। অ্যালুমিনিয়াম ফ্রেমের এই ফোনটির বেজেলে দেখাই যায় না। এতটা ন্যারো বেজেলে ফোনটি তৈরি হচ্ছে।

ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা থাকবে। রিয়ারে টু টোন ফ্লাশ ব্যবহার করা হবে। ব্যাকপার্টে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লের উপরের অংশের থাকছে ক্যামেরাও ফ্রন্ট ফ্লাশগান।

নতুন এই ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :