মুন্সীগঞ্জে মিলে আগুন, আটকা পড়েছে চারজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫২

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় অবস্থিত আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লেগেছে। বুধবার সকাল ১০টার দিকে আগুন লাগে। ভবনের চতুর্থ তলায় চারজন শ্রমিক আটকা পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

আটকে পড়া শ্রমিকরা হলেন, নাজমুল (২০), ইসরাত (১৮), উজ্জ্বল (২০) ও নাজমা (১৯)।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোলপ্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লাগে। ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।

ভবনের ঠিক কোন তলায় আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানা না গেলেও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ার্দার জানান, নিচ তলায় আগুন নেভানোর চেষ্টা চলছে। এছাড়া প্রচুর ধোঁয়ার কারণে উপরের তলাগুলোতে উঠতে পারছি না। উপরে অবস্থা কী আমরা তা বলতে পারছি না। তবে কারখানা কর্তৃপক্ষ বলেছে উপরে নারীসহ চার শ্রমিক আটকা পড়েছে।

ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এর নেতৃত্ব দিচ্ছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মন্টু বিশ্বাস।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :