‘ডিসেম্বরের মধ্যেই চালু হচ্ছে ফোরজি’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৬

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট পরিষেবা ফোরজি চালু হবে।’

বুধবার সকালে সচিবালয়ের ফোরজি সেবা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘আমরা নভেম্বরের শেষের দিকে ফোর জির নিলাম শেষ করতে পারব। মোবাইল ফোন অপারেটররা ফোর জি চালু করার জন্য উৎসাহিত ও প্রস্তুত রয়েছে।’

তারানা হালিম বলেছেন দেশে ফোর জি নিলামের মাধ্যমে সরকারের কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

এদিকে দেশে ফোরজি চালু করার প্রস্তুতি নেয়া হলেও দেশজুড়ে এখনো বিস্মৃত হয়নি থ্রিজি পরিষেবা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :