‘২০২১ সালের মধ্যে ইন্টারনেটের আওতায় আসবে শতভাগ বাংলাদেশি’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫১ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ ‘২০২১ সালের মধ্যে ইন্টারনেটে আওতায় আসবে শতভাগ বাংলাদেশি’

১৯ সেপ্টেম্বর রাতে নিই ইয়র্কের ওয়ারথনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত ইমপেক্ট সামিটের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে ১০ লাখ বাংলাদেশি অনলাইনে কাজ করে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে বাংলাদেশ অনলাইন কর্মীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

পলক বলেন, ‘আগামী ৩ বছরে আইসিটি খাতে ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এ জন্য আমরা ২৮টি হাই-টেক পার্ক নির্মাণ করছি। পাশাপাশি সকল সরকারি সেবার ৪০ শতাংশ আমরা ডিজিটাল উপায়ে প্রদান করছি।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসার জন্য নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে সরকার।

জিডেকা হেরির সঞ্চালনায় ইমপেক্ট সামিটে অংশ নেন রুয়ান্ডার যুব ও আইসিটি মন্ত্রী জিন ফিলবার্ট সেজিমনা, পাকিস্থানের আইসিটি প্রতিমন্ত্রী আনুশা রহমান খান ও টার্কসেল এর সিইও কান টার্জিগ্লু।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :