রোহিঙ্গাদের ফেরাতে না পারলে সমস্যায় পড়বে দেশ: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৬

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের যথাসময়ে ফিরিয়ে দিতে না পারলে বাংলাদেশ সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিলেও যথাসময়ে তাদের জাতিগত ঐক্য সৃষ্টি করে ফিরিয়ে দিতে হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের আরো সমস্যায় পড়তে হবে।’

গয়েশ্বরের দাবি, সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার না হওয়ার কারণে দেশকে রোহিঙ্গাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে চীন, রাশিয়া, ভারতের পদক্ষেপ বাংলাদেশ জন্য নেতিবাচক এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন,রোহিঙ্গা ইস্যুতে জাতিগতভাবে এক সুরে কথা বলতে হবে। এই সমস্যা সমাধান ক্ষমতাসীন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ প্রশ্নে জাতীয় ঐক্য হওয়া প্রয়োজন। কারণ মিয়ানমারে সেনা চৌকিতে হামলা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সৃষ্টি। অথচ এর দায় রোহিঙ্গাদের ওপর চাপিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে।

আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শক্তিশালী ছিল উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তারা আগে শত্রুর বিরুদ্ধে কড়া জবাব দিত। কিন্তু বর্তমান সরকারের নীতিতে তারা সীমান্তে দুর্বল অবস্থান নিচ্ছে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘আমরা বলি ম্যাডাম আসলে সহায়ক সরকারের রূপরেখা দিবো, আন্দোলন করবো, এই সরকারের পতন ঘটাবো। কিন্তু তিনি (খালেদা জিয়া) আন্দোলন করার চাবি নিয়ে যাননি। কোনও নেতাকর্মীকেও সঙ্গে নিয়ে যাননি। সবকিছুই তিনি দেশে রেখে গেছেন। আমরা যদি আন্দোলন করে তার অনুপস্থিতিতে সরকারের পতন ঘটাতে পারি তাহলে তিনি বরং আমাদের উপর খুশি হবেন।’

তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন। তিনি সেখানে এক মুহূর্তও থাকতে চান না। চিকিৎসা শেষ দেশে ফিরবেন।’

ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে আরও বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা প্রমুখ।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :