রোহিঙ্গাদের অবস্থা তুলে ধরতে হাসিনা ব্যর্থ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৪

নির্যাতিত রোহিঙ্গাদের বাস্তব অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মঙ্গলবারনিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা বলেছেন তিনি তার কাছ থেকে রোহিঙ্গা ইস্যুতে কিছুই প্রত্যাশা করেন না, এটা প্রধানমন্ত্রীর শুধু ব্যর্থতাই নয়, অযোগ্যতাও। আজ এ রোহিঙ্গা ইস্যুতে বন্ধু দেশগুলোও বাংলাদেশের পাশে নেই। এর কারণ প্রধানমন্ত্রী সেই নীতি অবলম্বন করতে পারেননি, তিনি দেশের মধ্যেও গণবিরোধী নীতি অবলম্বন করেছেন।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীদের যাচাই-বাছাই করে মিয়ানমারে ফেরত নেয়া হবে’ অং সান সু চির এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘তার (সু চি) এ বক্তব্যে আমরা হতাশ। সু চির এ বক্তব্য সমর্থনযোগ্য নয়। আসলে সু চি অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন।’

রিজভী বলেন, ‘অং সান সু চির বক্তব্যে নির্যাতিত রোহিঙ্গাদের কথা উচ্চারিত হয়নি। তার বক্তব্য মানবতাবিরোধী। সু চি আর গণতন্ত্রের নেত্রী নন, তিনি রক্তপিপাসুদের প্রতিনিধিত্ব করছেন।’

দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এরসঙ্গে ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীনদের অন্যান্য লীগ জড়িত। আর মামলা দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। অথচ বিএনপি রাজপথে একটা মানববন্ধনও করতে পারে না। আসলে আওয়ামী লীগ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘মিয়ানমার থেকে আনা আতপ চাল দেশের মানুষ কিনছে না। কারণ দেশের ৫ ভাগ মানুষও আতপ চাল খায় না। এছাড়া গণহত্যার সঙ্গে জড়িতদের কাছ থেকে এ চাল আনায় কেউ এ চাল কিনছে না।’

ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, ওলামা দল সাধারণ সম্পাদক নেছারুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :