মেহেরপুরে বজ্রপাতে যুবক নিহত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রায়হান হোসেন নামের এক যুবক নিহত এবং রাজিব নামে একজন আহত হয়েছেন। এছাড়া আলাদা স্থানে বজ্রপাতে রুহুল আমিন নামে আরও একজন আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের মাঠে ও পৌর এলাকার পূর্বমালশা দহ ও গোপালনগর মাঠে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত রায়হান গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। আহত তার সাথী রাজিব একই গ্রামের মিন্টু হোসেনের ছেলে। মালশাদহ গ্রামে আহত হয় মুনছুর আলীর ছেলে রুহুল আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান ও রাজিব সকালে স্থানীয় মাঠের ক্ষেতে কাজ করতে যায়। দুপুরে বজ্রপাত হলে ঘটনাস্থলে রায়হান নিহত এবং রাজিব আহত হয়। স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

একই সময়ে মালশাদহ গ্রামের রুহুল আমিন স্থানীয় মাঠে ক্ষেতে পানি দিতে যায়। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন তিনজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর