মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০২

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে দিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন এই মানববন্ধনের আয়োজন করে।

শহরের সাতমাথায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক গণেশ দাস, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাংবাদিক নেতা ওয়াসিউর রহমান রতন, হাবিবুর রহমান আকন্দ, এস এম আবু সাঈদ, মাহফুজ মন্ডল, মোস্তফা মোঘল, আব্দুল ওয়াদুদ, আব্দুস সাত্তার, জহুরুল ইসলাম, প্রতীক ওমর প্রমুখ।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মির্জা সেলিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

একই সময়ে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রভাতফেরী ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া বাসদ ও বাম মোর্চা মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে শহরের সাতমাথায় গণস্বাক্ষর সংগ্রহ করছে।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :