রাধাকানাই ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৯

গফরগাঁও উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ফুরকানাবাদ এমআই দাখিল মাদ্রাসায় বাল্যবিয়ে বিরোধী র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালি শেষে মাদ্রাসার হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও লীরা তরফদার এ ঘোষণা দেন। কারও উপর ভরসা করে নয়, নিজেদেরকে বাল্য বিবাহ থেকে মুক্ত রাখতে তাঁর সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমাদের জন্য আমার সরকারি নম্বরটি সার্বক্ষণিক খোলা রয়েছে।

এসএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার। এ সময় আরও বক্তব্য রাখেন রাধাকানাই উচ্চ বিদ্যালয় আবু রায়হান তরফদার, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ, কাজী হাবিবুর রহমান, শিক্ষক হারুন অর রশিদ খোকন প্রমুখ।

পরে বাল্য বিবাহ কে ‘না’ বলুন সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করে ফুরকানাদ এমআই দাখিল মাদ্রাসা, রাধাকানাই উচ্চ বিদ্যালয় ও রাধাকানাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী মিছিল করে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :