ইন্টারনেট কলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৭ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৪

ইন্টারনেট ব্যবহার করে সব ধরনের ফোন ও ভিডিও কলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ও স্কাইপির মতো অন্যান্য অ্যাপস ব্যবহার করে ফোন বা ভিডিও কল করতে পারবেন গ্রাহকরা। উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশটির এই পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির।

সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সেবা সর্বস্তরের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

এর আগে সৌদি আরবে ভিওআইপি অ্যাপস ব্যবহার বন্ধ ছিল। সৌদি কর্তৃপক্ষে স্ন্যাপচ্যাটে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বন্ধ করে দেয়ার একদিন পরই দেশটি এই সিদ্ধান্ত নিল।

সৌদির অভিযোগ, আল জাজিরা নেটওয়ার্ক ‘ক্ষতিকর, প্রপোগান্ডা সংবাদ প্রচার করে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়’।

টেলিকমস রেগুলেটর বডির চেয়ারম্যান আবু হামেদ এক টুইটার বার্তায় জানান, সব নিয়মকানুন মেনে মঙ্গলবার মধ্য রাত থেকে সব ধরনের ফোন এবং ভিডিও কল অ্যাপস ব্যবহার করা যাবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :