রিজভীসহ ৮৭ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছাল

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯
ফাইল ছবি

মতিঝিল থানার দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮৭ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে ১৪ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এই তারিখ ধার্য করেন।

রুহুল কবির রিজভী, এম কে আনোয়ার, আমান উল্লাহ আমান, সেলিমা রহমানসহ মামলার কয়েকজন আসামি আদালতে আসতে না পারায় তাদের পক্ষে সময় আবেদন করে আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে ১৪ জানুয়ারি চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়।

আজকে শুনানির সময় জামিনে থাকা আসামি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ও শওকত মাহমুদসহ অনেকে আদালতে উপস্থিত ছিলেন।

মতিঝিল থানাথীন সাদেক হোসেন খোকা রোর্ডের সাজেদা টাওয়ারের সামনে রাস্তার উপর নাশকতার অভিযোগে ৭৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালের ২৫ জানুয়ারি এএসআই আব্দুল্লাহ আল মামুন মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০১৬ সালের ৩১ মার্চ মতিঝিল থানার এসআই মো. জামাল হোসেন ৮৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে আদালতে দুটি চার্জশিট দাখিল করেন।

চর্জিশিটের উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন আক্তার, শফিউল বারী বাবু, আজিজুল বারী হেলাল, মীর শরাফাত আলী সফু ও লতিফ কমিশনার।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিল থানাথীন সাদেক হোসেন খোকা রোর্ডের সাজেদা টাওয়ারের সামনে রাস্তার উপর আসামিরা ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ কমসূচি সফল করার জন্য তিতাস গ্যাসের স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ত্রাস সৃষ্টির জন্য রাস্তার উপর ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :