রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩০

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর দেশটির সেনাবাহিনীর পৈচাশিক অত্যাচার, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন বন্ধের দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

মির্জাগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

মানববন্ধন থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।

বক্তারা সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলার আহ্বান জানান।

খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, নির‌্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতার পরিচয় দিয়েছেন। তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে দেশটির সরকারকে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। তবে এর আগ পর‌্যন্ত রোহিঙ্গাদের জন্য পর‌্যাপ্ত ত্রাণ সহায়তা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে।

তিনি সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উপজেলা জমইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক শমসের আলী খানসহ সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/বিইউ)