জামালপুরে বৃক্ষমেলা শুরু

জামারপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৮

জামালপুরে স্থানীয় বৈশাখী মেলার মাঠে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল কমির হীরা এমপি বুধবার বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জামালপুর বন বিভাগের সহকারী বন রক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় বনজ ও ফলদ বৃক্ষ এবং বিভিন্ন নার্সারির ৩৫টি স্টল স্থাপন করা হয়েছে।

এর আগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা-২০১৭ উপলক্ষে শহরের তমালতলা থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :