বাকৃবিতে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধ এবং আবেদনকারী সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে একই ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১টার দিকে ওই বিক্ষোভ মিছিলটি করা হয়।

বিক্ষোভ মিছিলটি ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদীয় ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি সিংহের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রাফিকুজ্জামান ফরিদ।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী শেখ ফরিদ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম কর এবং ছাত্র ইউনিয়নের সভাপতি আল মুজাহিদ মৃদুলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :