খুলনায় তিন গরুচোর গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৭

খুলনায় আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার তেরখাদা থানায় মামলা হয়েছে।

চোর সিন্ডিকেটের সদস্যরা হলেন- বাগেরহাটের মোল্যাহাটের নগরকান্দি গ্রামের আবুল কালাম শেখ, তেরখাদার বারাসতের কামরুল ফরাজী ও ইখড়ি গ্রামের শরিফুল শেখ।

মামলার বাদী বারাসাত এলাকার মো. বিল্লাল শেখ এজাহারে উল্লেখ করেছেন- গোয়ালে ১০টি গরু ছিল। মঙ্গলবার রাতে লক্ষাধিক টাকা মূল্যের দুটি গরু চুরি হয়। বুধবার সকালে তিনি জানতে পারেন পুলিশ একটি পিকআপসহ দুটি গরু জব্দ করেছে। এ খবর পেয়ে বিভিন্ন সময়ে গরু চুরি হওয়া ক্ষতিগ্রস্তদের সাথে তিনিও থানায় এসে দেখেন তার চুরি হওয়া গরু দুটিই পিকআপে আছে।

তেরখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাতে টহল পুলিশের সন্দেহ বলে পিকআপবোঝাই গরুসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল হতে না হতেই দেখি বিভিন্ন সময়ে চুরি হওয়া গরুর মালিকদের বিশাল ভিড়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গরু চুরির সিন্ডিকেটের সাথে তারা দীর্ঘদিন জড়িত।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :