খুলনায় চালের মিল ও গুদামে অভিযান

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৯

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস

চাল গুদামজাত করে বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অভিযোগে সারাদেশের ন্যায় খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। বুধবার বিকালে খুলনার জেলা প্রশাসনের পক্ষ থেকে চালের মিল ও মজুদদারি বেসরকারি গুদামে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক আমিন উল আহসানের নেতৃত্বে অভিযান চলেছে। খুলনা নগরীর লবনচরা থানা এলাকার বেশ কয়েকটি চালের মিল ও গুদামে অভিযান করা হয়। এসময় মিল ও গুদাম মালিকদের সতর্ক করা হয়।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) নুর ই আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কেএমপি পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জেলা প্রশাসক আমিন উল আহসান ঢাকাটাইমসকে বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক কাজ হচ্ছে। কোন মিল বা গুদাম মালিক অবৈধভাবে চাল মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রথমবারের মতো সকলকে সতর্ক করা হয়েছে। এরপর সতর্ক নয়, সরাসরি আইরি ব্যবস্থার হুশিয়ারি দেন জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)