কুমিল্লার ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) হাইটেক ওয়াসিস কোম্পানির ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভরত শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করে স্থানীয় ডাচ্ বাংলা ব্যাংকের একটি বুথ ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় শ্রমিকরা মহানগরীর টমছম ব্রিজ-মেডিকেল সড়কটি অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

বিক্ষোভে অবস্থানরত শ্রমিকরা জানান, হাইটেক ওয়াসিস কোম্পানিতে কয়েক হাজার শ্রমিক কর্মরত রয়েছে। প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলে দীর্ঘ তিন মাস যাবত কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করছে না। ফলে শ্রমিকরা তাদের ঘর ভাড়াসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচ নিয়ে বিপাকে পড়েছে। তাই বাধ্য হয়ে তারা এই আন্দোলনে নেমেছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা ইপিজেটের বেপজা কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে, হাইটেক ওয়াসিস কোম্পানির ফ্যাক্টরির শ্রমিকরা গত আগস্ট মাসের ৬০% বেতন ও ওভারটাইম পরিশোধ করা হয়েছে। বাকি ৪০% বেতন ও ওভারটাইম দেয়া হয়নি। ফলে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে কোম্পানির সাথে বেপজা কর্তৃপক্ষ আলোচনা করে শতভাগ বেতন ও ওভারটাইম পরিশোধ করবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)