অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৬

যশোরের চৌগাছা থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় শামীম কাবির নামে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। শামীম উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শামসুল হক মাস্টারের ছেলে।

বুধবার বিকালে স্পেশাল জজ (জেলা জজ) ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ সাজা দেন।

সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পুলিশ।

তিনি মামলার বরাত দিয়ে জানান, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ২০০৯ সালের ৩০ আগস্ট গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলার বেড় গোবিন্দপুর বাওড় এলাকা থেকে শামীমকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে জামতলার ডাইনের বিলের মিজানের ঘেরের অফিস রুম থেকে দুটি সার্টারগান ও তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব অস্ত্র আইনে চৌগাছা থানায় একটি মামলা করে।

তিনি জানান, মামলার তদন্ত শেষে ওই বছরের ২৮ সেপ্টেম্বর শামীমকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক নিতাই চন্দ্র সাহা। সাজাপ্রাপ্ত শামীম পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :