হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৩

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছেন বকুল হোসেন নামে এক ব্যক্তি। হাসপাতালে তার স্ত্রী রেশমা আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করলে তিনি পালিয়ে যান।

বকুলের বাড়ি উপজেলার মৌগাছি গ্রামে। হাসপাতাল থেকে পালানোর আগে তিনি চিকিৎসককে জানিয়েছেন, দাম্পত্য কলহের জের ধরে তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছিলেন। আর এতেই তার মৃত্যু হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ বলেন, বিকাল ৫টার দিকে রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যু নিশ্চিত হয়ে জরুরি বিভাগের চিকিৎসক থানায় ফোন করেছিলেন। তখন বকুল হোসেন সেখানেই ছিলেন। পুলিশে ফোন করা দেখে ভয়ে তিনি পালিয়ে যান।

ওসি বলেন, ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে রেশমার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/আরআর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :