রোহিঙ্গাদের সেবায় ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের নির্দেশ কাদেরের

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেবাই ঝাঁপিয়ে পড়তে দলের সব স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এখন একটাই স্লোগান- মানুষ মানুষের জন্য।

কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি সম্ভব কম সময়ের মধ্যে মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসাসেবা, স্যানিটেশন ব্যবস্থা এবং খাবার নিশ্চিত করতে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগ সরকার।
ওবায়দুল কাদের বলেন, “এখন শুধু একটাই স্লোগান হবে- ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’।” এ স্লোগান সামনে রেখে রোহিঙ্গাদের সেবায় মানবতার কাজে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি আলাপ করেন এবং তাদের দুঃখ-দুর্দশা শুনে সমবেদনা প্রকাশ করেন।
মন্ত্রী বুধবার দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে কক্সবাজার পৌরসভার উদ্যোগে ত্রাণ বিতরণ করেন।

মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি, মহেষখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/মোআ)