ভারতের পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভুটানে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বুধবার মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। গত ১৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে। অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। এই টুর্নামেন্টে প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলে যারা সেরা অবস্থানে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৫ সেপ্টেম্বর। প্রতিপক্ষ নেপাল। এরপর টুর্নামেন্টের শেষদিন স্বাগতিক ভুটানের মুখোমুখি লাল-সবুজের দল। ভুটান এখন পর্যন্ত ভালো খেলছে। দুইটি ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে তারা। অন্যদিকে, নেপাল একটি ম্যাচ খেলে একটিতে হেরেছে।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)