চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৪

চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে শহরের রেলবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মুনসুর আলম, বাবার নাম কালা মিয়া ছাড়া আর কিছু বলতে পারছে না।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, মিয়ানমারে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যাতে চুয়াডাঙ্গা জেলায় অবস্থান ও ছড়িয়ে পড়তে না পারে- তার জন্য পুলিশ বেশ কিছুদিন ধরেই সর্তক রয়েছে।

এরই মধ্যে সন্ধ্যায় খবর পেয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলবাজার এলাকা থেকে তাকে আটক করে থানায় আনা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতি. পুলিশ সুপার আব্দুল মোমেন, অতি. পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আহসান হাবীব থানায় এসে আটক রোহিঙ্গা যুবক মুনসুর আলমের সাথে কথা বলেন।

পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, আটক যুবক নিজের নাম ও বাবার নাম ছাড়া আর তেমন কিছুই বলতে পারছে না। তাছাড়া তার ভাষাও না বুঝার কারণে তাকে বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :