ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা নেতার বাড়িতে আগুন, চার নারী দগ্ধ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আলমগীর হোসেনের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক প্রতিবন্ধীসহ চার নারী দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বুধবার মুক্তিযোদ্ধার ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা হাজী আলমগীর হোসেনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই মুিক্তযোদ্ধার ঘরসহ পার্শ্ববর্তী আরও তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রতিবন্ধী রুবি আক্তার, তামান্না বুশরাসহ ৪ নারী আহত হন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

গৃহকর্তী হাসিনার দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা এ আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনার পরপরই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)