সারাদেশে কাল মুক্তি পাচ্ছে কলকাতার ‘পোস্ত’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৮

বাংলাদেশের ২০টি প্রেক্ষাগৃহে আগামীকাল মুক্তি পাচ্ছে কলকাতার বাংলা ছবি ‘পোস্ত’। সাফটা চুক্তির আওতায় এদেশে মুক্তি দেয়া হচ্ছে ছবিটি। মাস দুয়েক আগে ছবিটি বাংলাদেশ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এটি আমদানি করছে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যবসায়িক প্রতিষ্ঠান খান ব্রাদার্স।

‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সোহিনী সেন ও পরান বন্দোপাধ্যায়সহ অনেকে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

নন্দিতা ও শিবপ্রসাদের পারিবারিক গল্পনির্ভর ছবি ‘পোস্ত’। আধুনিক পরিবারের চাকরিজীবী বাবা-মায়ের আদরের সন্তানকে মানুষ করতে গিয়ে দাদা-দাদির সঙ্গে প্রতিনিয়ত যে মতপার্থক্য তৈরি হয় তা নিয়েই এগিয়ে যাবে এ ছবির কাহিনি।

বাংলাদেশের যে সব প্রেক্ষাগৃহে চলবে ‘পোস্ত’

স্টার সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), যমুনা ব্লক বাস্টার (ঢাকা), বলাকা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), সেনা অডিটরিয়াম ( ঢাকা), শ্যামলী (ঢাকা), সনি (ঢাকা), রাণীমহল (ডেমরা), চিত্রালী (খুলনা), শংক্খ (খুলনা), কাঁকলী (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), মধুবন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), বিডিআর (সিলেট), সাগরিকা (কুমিল্লা ), তাজ (নারায়নগঞ্জ), উপহার (রাজশাহী)।

সাফটা চুক্তির আওতায় কলকাতায়ও মুক্তি পাবে বাংলাদেশি ছবি ‘আমি তোমার হতে চাই’। তবে ছবিটির মুক্তির দিন এখনও ঠিক করা হয়নি। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে মুক্তি পাবে এটি। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগরসহ আরও অনেকে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :