‘অন্যরকম’ ডাবলের সামনে ভারত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩১

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ, কলকতার ইডেন গার্ডেন্সে।খেলা শুরু বাংলাদেশ সময় বেলা দুইটায়। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে বিরাট কোহলির ভারত। এ ম্যাচ জিতলে টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়েরও এক নম্বরে পৌঁছে যাবে ভারত।

অধিনায়ক কোহলি জানিয়েছেন, দাপট অব্যাহত রেখে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চায় তার দল। অন্যদিকে বাংলাদেশ সফরে সিরিজ ড্র করলেও ঢাকা টেস্ট হারের পর ভারতে অসিদের শুরুটা হয়েছে অত্যন্ত বাজে। এর আগে বছরের শুরুতে এখানে টেস্ট সিরিজেও বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সবমিলিয়ে স্টিভেন স্মিথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ওয়ানডে সিরিজে নেতৃত্বের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে স্মিথকে, এ জন্য আজকের দ্বিতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। স্মিথ নিজে অবশ্য অধিনায়কত্ব নিয়ে চাপের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। সেরাটা দিয়ে ঘুরে দাঁড়ানোটাই এখন অতিথিদের প্রথম লক্ষ্য। এ জন্য সতীর্থদের কাছ থেকে শতভাগ চাইছেন তিনি।

এদিকে আজকের ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ের শীর্ষে পৌঁছে যাবে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দুই নম্বরে। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৯। আজ জিতলে প্রোটিয়াদের সমান ১১৯ পয়েন্ট হবে ভারতেরও, তবে ভগ্নাংশে এগিয়ে থাকার কারণে এক নম্বরে থাকবে তারা। টেস্ট র‌্যাংকিংয়ে ১৫ রেটিং পয়েন্ট এগিয়ে থেকে এক নম্বর দল ভারত। ওয়ানডের শীর্ষে পৌঁছতে পারলে একসঙ্গে দুই ফরম্যাটের এক নম্বর দল হওয়ার কৃতিত্ব দেখাবে তারা।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :