রাজশাহীতে ইয়াবাসহ তিন চোরাকারবারি আটক

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৬

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪৮৮ পিস ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বানেশ্বর-জামিরা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগমারা উপজেলার তালঘরিয়া গ্রামের শামসুর রহমানের ছেলে লিটন মৃধা, নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামের জিন্নাত আলীর ছেলে ওমর আলী এবং নলডাঙ্গা উপজেলার রামশ্বর কাজীপুর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে সোহাগ শাহ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর ডিএডি শাহীনুর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল পুঠিয়ার সড়কে চেকপোস্ট বসায়। এ সময় এই তিনজন ওই পথ দিয়ে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। তখন তাদের আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, তিন মাদক চোরকারবারির কাছ থেকে ৪৮৮ পিস ইয়াবা ছাড়াও একটি মোটরসাইকেল, নগদ তিন হাজার ৪৫৫ টাকা, পাঁচটি মোবাইল এবং আটটি সিমকার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :