ভৈরবে ৫০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৬

কিশোরগঞ্জের ভৈরবের বুধবার রাতে চক বাজার থেকে ৫০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাল ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিনকে আটক করা হয়।

জব্দ করা কারেন্ট জাল তার ভৈরব বাজারস্থ গুদাম থেকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত রাতেই আগুনে পুড়িয়ে দেয়। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে বুধবার রাত ৮টায় জাল ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিনের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে। এসময় জালের মালিক মো. গিয়াস উদ্দিনকে আটক করা হয়।

অভিযানের সময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, ভৈরব র‌্যাব-১৪ এর এএসপি জুয়েল চাকমা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :