তামিম রিটায়ার্ড হার্ট, সৌম্য-ইমরুলে এগুচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৪

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তামিমের সঙ্গে যথারীতি ওপেন করতে নামেন সৌম্য। তবে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হন তামিম। এরপর সৌম্যের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস।

দুজনই অনেক দিন ধরে রানের বাইরে।অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের চার ইনিংসেই ব্যর্থ তারা। দক্ষিণ অফ্রিকা সফরে তাদের দলে রাখা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। তবে দু:সময় পেরিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন দুজনই। সাবলীল ব্যাট করছেন তারা।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৮ ওভারে বিনা উইকেটে ৭৬। সৌম্য ৩৭, ইমরুল ২৯ রান করে ব্যাট করছিলেন।

২৮ সেপ্টেম্বর থেকে পচেফস্ট্রুমে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে আজ বেনেনির সাহারা উইলোমর পার্কে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের এ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকরা।

টেস্ট সিরিজ সবচেয়ে বড় পরীক্ষা। তবে তার আগে এ তিন দিনের প্রস্তুতি ম্যাচটাও বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ছোটখাটো পরীক্ষায়ও বটে। মূল সিরিজে কেমন কি করবে টাইগাররা, তার ইঙ্গিত কিছুটা মিলবে এ ম্যাচে।

কেমন দল দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ? মূলত সাউথ আফ্রিকা ক্রিকেট একাডেমির ক্রিকেটারদেরই আধিক্য এই দলটিতে। এই তরুণদের সঙ্গে আছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের কিছু অভিজ্ঞ ক্রিকেটারও।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :