বাস থেকে স্ত্রী অপহরণে ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বামীর উপস্থিতিতে যাত্রীবাহী বাস থেকে স্ত্রী অপহরণের ঘটনায় এ কাজে জড়িত সন্দেহে রুবেল ত্রিপুরা প্রকাশ মানিক ত্রিপুরা নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙা সেনা জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিরাপত্তাবাহিনীর হাতে আটক রুবেল ত্রিপুরা প্রকাশ মানিক ত্রিপুরা মাটিরাঙার তপ্তমাস্টারপাড়ার বাসিন্দা নগরবাশী ত্রিপুরার ছেলে। তিনি ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী।

গোপন সংবাদে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূ ফাতেমা বেগমকে অপহরণের কথা স্বীকার করেছেন তিনি।

পরে রুবেল ত্রিপুরা প্রকাশ মানিক ত্রিপুরাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান গুইমারা থানার অফিসার ইনচার্জ মো.সাহাদ হোসেন টিটো।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর ঈদের ছুটি শেষে স্বামীসহ একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম যাবার পথে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১০/১২ জন নারীসহ চারজন পুরুষ কর্মী বাসের গতিরোধ করে এবং বাস (বিছমিল্লাহ পরিবহন) থেকে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে তুলে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :