সাভারে পৃথক স্থান হতে দুই জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৮

সাভারে পৃথক স্থান হতে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের অরুণা পল্লী হাউজিং সোসাইটি এলাকা থেকে মন্টু মিয়ার মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ। এর আগে সকালে সাভারের নামাগেন্ডা এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে অরুণা পল্লী হাউজিং সোসাইটি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লার নির্মাণাধীন চার তলা ভবনের তিন তলায় কাজ করছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। এসময় তিন তলায় কাজ করার সময় পার্শ¦বর্তী এগার হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আহত হয় নির্মাণ শ্রমিক মন্টু। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার (ওসি) মোহসিনুল কাদির জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ইআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :