যৌতুক না পেয়ে ঝলসে দেয়া হলো গৃহবধূকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৫

যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় চুয়াডাঙ্গায় আরিফা খাতুন মিতা নামে এক গৃহবধূর শরীর আগুন দিয়ে ঝলসে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে এই নিমর্মতার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা মেডিকেলের বান ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

অভিযোগ উঠেছে, শ্বশুড় বাড়ির লোকজন আরিফার উপর এই নিমর্মতা চালিয়েছে।

স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের আইনাল হকের ছেলে খালিদ হাসান সুমনের সাথে দুই বছর আগে বিয়ে হয় একই উপজেলার চিৎলা গ্রামের কিতাব আলীর মেয়ে আরিফা খাতুন মিতার।

মিতার পরিবারের অভিযোগ, বিয়ের সময় নগদ তিন লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ যৌতুক হিসেবে দেয়া হয়।

মিতার বাবা কিতাব আলী জানান, গত ২/৩ মাস ধরে দুই লাখ টাকার জন্য আবার শ্বশুড় বাড়ির লোকজন আমার মেয়ের উপর নির্যাতন শুরু করে। তার অভিযোগ টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় মিতার শ্বাশুড়ি লামিয়া খাতুন, শ্বশুর আইনাল ও ননদ সিমা আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন শুরু করে। এতেও ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সকালে তারা মিতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় মিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, আগুনে ওই গৃহবধূর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :