মিয়ানমারে গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চমেকে ভর্তি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর গুলিতে আহত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন সময়ে তাদের চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে এক নারীও রয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন- রাখাইনের বেদিনার তুমব্রু এলাকার মো. জাকির (২৮), নেগ্রাচংয়ের টমবাজার এলাকার বাসিন্দা নবী হোসেন (৫০), মংডুর হাছুয়াতা এলাকার বাসিন্দা মো. হোসেন (৫০) ও রাজিয়া বেগম (৩৫)।

এএসআই আলা উদ্দিন তালুকদার বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে চার রোহিঙ্গাকে হাসপাতালের ১৪, ১৬ ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। আর জাকির মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরা সবাই জন্ডিস রোগেও আক্রান্ত।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আইকে/এমআর