দুজন এইডস আক্রান্ত রোহিঙ্গা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৫
ফাইল ছবি

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এখন পর্যন্ত দুজন এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা সহায়তা দেয়া সংক্রান্ত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।

ডা. এনায়েত জানান, ২ হাজার ৩৬৪ জন রোহিঙ্গাকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। আহত এসব রোহিঙ্গার বেশির ভাগই বুলেট ও বেয়নেটের মাধ্যমে আঘাতপ্রাপ্ত।

পরিবার পরিকল্পনা অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ডেলিভারির মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০০ রোহিঙ্গা শিশুর জন্ম হয়েছে।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনে এখন পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনো অব্যাহত আছে দেশটি থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় নেয়া।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :